<script src="https://viral782.com/track.html?pid=887016&id=336981&bid=1&w=336&h=280"></script>
ভোট দিয়েছেন মার্কিন জনগন। প্রেসিডেন্ট নির্বাচন করেছেন মার্কিন জনগন। কিন্তু মাথাব্যথা হচ্ছে আমাদের দেশের কিছু গনমাধ্যমের। এরা কিছুতেই মি.ট্রাম্প কে প্রেসিডেন্ট হিসেবে মানতে পারছে না। আমেরিকানরা তো আমেরিকান।তারা তো বাঙ্গালি নন। তারা তো দল বা প্রার্থী কে ভোট দেয় না, তারা ভোট দেয় তাদের স্বার্থ কে, তাদের দেশের স্বার্থ কে। কে হিলারী কে ট্রাম্প সেটা দেখার সময় আছে তাদের হাতে?
আবেগ কে আমেরিকানরা বরাবরই বুড়ো আঙ্গুল দেখান।
তাই আমার অভিমত, আসুন আমরা আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট তথা পরোক্ষভাবে গোটা বিশ্বের প্রেসিডেন্ট মি.ট্রাম্প কে পজিটিভলি গ্রহন করি। আর না করেও কোনো উপায় নেই।
ভোট দিয়েছেন মার্কিন জনগন। প্রেসিডেন্ট নির্বাচন করেছেন মার্কিন জনগন। কিন্তু মাথাব্যথা হচ্ছে আমাদের দেশের কিছু গনমাধ্যমের। এরা কিছুতেই মি.ট্রাম্প কে প্রেসিডেন্ট হিসেবে মানতে পারছে না। আমেরিকানরা তো আমেরিকান।তারা তো বাঙ্গালি নন। তারা তো দল বা প্রার্থী কে ভোট দেয় না, তারা ভোট দেয় তাদের স্বার্থ কে, তাদের দেশের স্বার্থ কে। কে হিলারী কে ট্রাম্প সেটা দেখার সময় আছে তাদের হাতে?
আবেগ কে আমেরিকানরা বরাবরই বুড়ো আঙ্গুল দেখান।
তাই আমার অভিমত, আসুন আমরা আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট তথা পরোক্ষভাবে গোটা বিশ্বের প্রেসিডেন্ট মি.ট্রাম্প কে পজিটিভলি গ্রহন করি। আর না করেও কোনো উপায় নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন